ঘুংগাদিয়া কমিউনিটি ক্লিনিকে ক্লিনিক দিবস উদযাপন


বিশেষ প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরুস্কারপ্রাপ্ত ঘুংগাদিয়া কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি ক্লিনিক দিবস উদযাপন করা হয় ২৬শে এপ্রিল বৃহঃষ্পতিবার
ক্লিনিক কমিটির সভাপতি আজির উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে সদস্য সচীব ছায়ফুল আলম রুকনের পরিচালনায় বক্তব্য রাখেন রাজনীতিবীদ আওয়ামীলীগ নেতা হাজি হুমায়ুন কবির, সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রাসেল, সরফ উদ্দিন মেম্বার, রুকিয়া বেগম মেম্বার, স্বাস্থ্য কর্মী সাইফুল্লাহ, পরিবার কল্যাণ কর্মী বাবলী রানী বৈদ্য, এফপিআই মোহন বর্ধন, সিজি কোষাধ্যক্ষ মাসুক উদ্দিন, সিজি সদস্য কাওছার আহমদ, উপস্থিত ছিলেন আব্দুল হক, কামরুল হোসেন, নাসির উদ্দিন (শিক্ষক সদস্য), মাওলানা বিলাল উদ্দিন (ইমাম সদস্য), রফিক উদ্দিন মিনু, মনসুর রহমান ঝিমু, খয়রুন বেগম, সুমি বেগম, নাজিয়া সুলতানা জেনি, সুজিনা আক্তার কলি, সুপিন, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, মাহবুবুর রহমান, রিপন আহমদ, রাবেল আহমদ, প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে কেক কাটেন অতিথিবৃন্ধ, অনুস্টানে ক্লিনিক কোষাধ্যক্ষের হাতে ক্লিনিক ফান্ডে নগদ দশ হাজার টাকা হস্তান্তর করেন রেজাউল হক রাসেল, তাছাড়া ৫০০০ টাকার অনুদান ঘোষনা দেন হাজী হুমায়ুন কবির।

Post a Comment

Previous Post Next Post