কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্টিত


কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ২৫ এপ্রিল বুধবার দিনব্যাপি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন সংলগ্ন সরকারি জনমিলন কেন্দ্রে ঐতিহাসিক মুজিব নগর সরকার উপলক্ষে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যের চক্ষু শিবির (পেডিয়াট্রিক ক্যাম্পেইন) অনুষ্টিত হয়।
অনলাইন প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম চৌধুরী (সাংবাদিক ও মানবাধিকার কর্মি)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরমেয়র জুয়েল আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বণিক কল্যাণ সমিতি শমশেরনগরের সভাপতি আব্দুল মালিক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক হিফজুর রহমান তুহিন, পতনউষার ইউপি সদস্য মোঃ সায়েখ আহমদ, শমশেরনগর ইউপি সদস্য রুহেল আহমদ চৌধুরী, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ। 
উক্ত ক্যাম্পেইনে এএটিএম উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ আশপাশের ০-১৬ বছর বয়সী শিশুদের চোখ পরীক্ষা, ভিটামিন ক্যাপসুল খাওয়ানো ও জটিল রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবির সিনিয়র অপটোমেট্রিষ্ট মোঃ আব্দুল বাতেন তালুকদার, রিফ্রেকশনিষ্ট অনুপম পাল, পাপড়ি ও রুপেন্দ্র শব্দকর।

Post a Comment

Previous Post Next Post