অনলাইন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলমগীরের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়।
বিএনপি এক নেতা বলেন, দুপুরের পরে অনেকটা সুস্থতাবোধ করছিলেন মির্জা ফখরুল। তবে সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে কথা বলার পরপরই আবারও বুকে ব্যথা অনুভব করেছেন মির্জা ফখরুল। চিকিৎসক তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন।
এর আগে সোমবার (২ এপ্রিল) সকালের দিকে অসুস্থবোধ করায় মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।