মাঠে জাদেজাকে জুতা নিক্ষেপ!



স্পোর্টস ডেস্কঃ কাবেরী পানি সঙ্কট ইস্যুতে গতকাল মঙ্গলবার সকাল থেকেই চিপক স্টেডিয়ামের বাইরে একদল বিক্ষোভকারী তুমুল হট্টগোল শুরু করেছিলেন। ম্যাচ বাতিলের দাবিতে স্লোগান দিয়ে কমপক্ষে ১২ জন পুলিশের হাতে গ্রেফতার হন। যার জেরে মাঠের বাইরে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে এতোকিছু সত্ত্বেও ম্যাচ চলাকালীনও অপ্রীতিকর অবস্থা এড়ানো যায়নি। 

কলকাতা চেন্নাই ম্যাচের প্রথমার্ধের নবম ওভারের কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের সময় লং অনে ফিল্ডিং করছিলেন চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এমন সময় মাঠের ভেতরে খেলোয়াড়দের জুতা ছুড়ে প্রতিবাদ করে দুই সমর্থক। রবীন্দ্র জাদেজাকে লক্ষ্য করে জুতা উড়ে আসে। তবে তা গায়ে লাগেনি। কিছুটা দূরে গিয়ে পড়ে। সেই জুতা তুলে নেন ফ্যাফ ডু প্লেসিস ও লুনগি এনগিডি। এ ঘটনায় সেই সময়ই দুজনকে আটক করা হয়।

প্রসঙ্গত, তামিল রাজনীতিবিদ, চলচ্চিত্র পরিচালক, সমাজকর্মী মিলে আইপিএল ম্যাচের আগে চিদাম্বরম স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সারা রাজ্য পানিকষ্টে ভুগছে। সেখানে পানি নষ্ট করে আইপিএলের বিলাসিতা কিছুতেই সহ্য করা যায় না। ক্রিকেটের কারণে কাবেরীর পানিসঙ্কট ইস্যু থেকে মানুষের মন ঘুরে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল চিপক স্টেডিয়ামে। খেলোয়াড়দের লক্ষ্য করে জুতা ছুড়ে বিতর্ক তৈরি করেন বিক্ষুব্ধরা।

Post a Comment

Previous Post Next Post