স্পোর্টস ডেস্কঃ শুরু থেকেই এবার জমজমাট হয়ে উঠেছে আইপিএলের একাদশ আসর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বাতাসে টাকা ওড়ে। এই টাকার লোভেই সারা বিশ্বের ক্রিকেটারেরা আইপিএল খেলতে চলে আসেন। এ কারণেই বিপদে পড়ে গেছে ঐতিহ্যবাহী ইংলিশ কাউন্টি ক্রিকেট। আগামী ১৩ এপ্রিল শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের কাউন্টি মৌসুম। কিন্তু ক্রিকেটাররা তো সব আইপিএলে! মাঠে খেলবে কারা?
চলতি আসরে ইতিমধ্যেই মোট ১২ জন ইংলিশ ক্রিকেটার আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন। যাদের প্রায় সবাই নামী তারকা। ইংলিশ ক্রিকেটাররা কাউন্টির চেয়ে আইপিএল নিয়ে বেশি আগ্রহী হয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছে ইংলিশ ক্রিকেট। শুধু তাই নয়; এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে কাউন্টির ১৭টি দলের প্রতিনিধিরা পরবর্তী করণীয় ঠিক করতে সভায় বসেছিল। উল্লেখ্য, ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি কাউন্টি দল খেলে। এসেক্সের কোনো প্রতিনিধি ওই সভায় অংশ নেয়নি।
সভার আলোচ্য বিষয় ছিল, আইপিএলের আগ্রাসন থেকে দেশটির ঘরোয়া ক্রিকেটকে বাঁচানো। আইপিএলের টাকার লোভে কোনো ক্রিকেটার এখন বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলতে চায় না। এতে দেশটির টেস্ট ক্রিকেটের ভবিষ্যতও হুমকির মুখে বলে মন্তব্য করেছেন অনেকেই। এই সমস্যা সমাধানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলেস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সভায় ক্লাবগুলোর পরিচালক এবং কোচেরা। এছাড়া ক্লাবগুলো নিজ নিজ প্রতিবেদন তৈরি করে একযোগে ইসিবির সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে।
