হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে আমীর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আমীর আলী পৈলারকান্দি গ্রামের আশিক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আমীর আলী ধান কেটে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৈলারকান্দি পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post