বরিশালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তান্ডবে জনজীবন বিপর্যস্ত


অনলাইন ডেস্কঃ বরিশালের উপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টি হয়েছে। এতে তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতির খবর না পেলেও সাময়িক সময়ের জন্য জনজীবন বিপর্যস্ত হয়েছে।  সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহওয়া অফিস।

বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মাহফুজুর রহমান জানান, আজ রবিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘন্টায় ৪৬ কিলোমিটার। বিকেল ৩টা পর্যন্ত কালবেশাখী ঝড়ের সময় ৩৫ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরে জারি করা হয় ১ নম্বর সতর্ক সংকেত। তবে এতে নৌ চলাচলে তেমন কোন প্রভাব পড়েনি।

Post a Comment

Previous Post Next Post