তারেক-জোবাইদার ‘ক্ষমতার লড়াই’ নিয়ে কথা বললেন রিজভী


অনলাইন ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামোল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেগম খালেদা জিয়ার একটি ভিডিওক্লিপ সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ভিডিওকে বানোয়াট গল্প বলেও মন্তব্য করেছেন রিজভী। এজন্যে তিনি নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে দোষারোপ করেছেন।

রোববার (২৯ এপ্রিল) নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত বিএনপির নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এই ভিডিওর বিষয়টি গণমাধ্যমের সামনে আনেন। ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও কোন গণমাধ্যমে প্রতিবেদন আকারে আসেনি।

ভিডিওতে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ‘ঢাকাতে আন্দোলন? সেভাবে করা সম্ভব হয়নি। এখানে আমার পরিবারের মধ্যে সমস্যা আছে। তারেককে তো আপনারা ভাল করে চেনেন। বউ’র সাথেও গণ্ডগোল আছে। বউ চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।’

রিজভী বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথার যেন শেষ নেই। তাকে নিয়ে তাদের অন্তহীন ষড়যন্ত্র বারবার ব্যর্থ হয়ে যাওয়ায় এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নানা অপপ্রচারের জন্য সেল খোলা হয়েছে।’

প্রধানমন্ত্রীর একজন উপপ্রেস সচিবের ফেসবুক আইডিতে নানা মিথ্যা ও বানোয়াট গল্প বানিয়ে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই ধরনের অপপ্রচার নিম্নরুচির পরিচায়ক। যারা কুরুচিসম্পন্ন এবং যারা অপরাজনীতি ও অসভ্যতার চর্চা করে তারাই কেবল অসত্য ও নোংরা রাজনীতির আশ্রয় নেয়। আওয়ামী লীগ কুৎসা সঞ্চারিত মনের বিকারে ভোগে। তাদের ঐতিহ্যে সভ্যতা ও সুরুচির কখনোই কোন নিদর্শন ছিল না। সেজন্য তাদের কোন কথাই জনগণ বিশ্বাস করে না’— বলেন রিজভী।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতাল ও ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা চিকিৎসার ব্যবস্থা না করে সরকার প্রতিহিংসা বাস্তবায়নে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগুচ্ছে কি না—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে।’

রিজভী বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার ক্রমাগত অবনতির খবরে গোটা জাতি এখন চরম উদ্বিগ্ন। দেশনেত্রীকে নিয়ে মানবাধিকার লঙ্ঘনের বীভৎস মূর্তি মানবজাতিকেই শিহরিত করছে।’

Post a Comment

Previous Post Next Post