মৌলভীবাজারে মনিপুরী সম্প্রদায়ের খোংজম দিবস পালন


কমলগঞ্জ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মনিপুরী সম্প্রদায়ের খোংজম দিবস পালন করা হয়েছে। 

সোমবার (২৩ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছনগাঁওয়ে খোংজম দিবস উদযাপন কমিটি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন চাউবা ইন্টেলেকচুয়েল প্রোপার্টি ও মিউজিয়ামের পরিচালক হামোম তনুবাবু, ইমা বাংলাদেশের চেয়ারম্যান খোইরাম ইন্দ্রজিৎ। 

উদযাপন কমিটির আহবায়ক হামোম অজিতের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ১৮৯১ খ্রিষ্টাব্দের ২৩ এপ্রিল মণিপুরের রাজধানী ইম্ফালের ৩২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খোংজোম নদীর তীরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিলো উপমহাদেশের শেষ যুদ্ধ। পরাজয় নিশ্চিত জেনেও মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্যে প্রতিরোধ গড়ে তোলে মনিপুরীরা। খোংজোম নদীর তীরে সংঘটিত ভয়াবহতম  যুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ মনিপুরী বাহিনী ন্যূনতম অস্ত্রবল ছাড়াই শুধুমাত্র মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে অসমসাহসিকতায় প্রতিরোধ করে ব্রিটিশ বাহিনীকে। যুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করেন পাওনা ব্রজবাসী, চিংলেনসানাসহ অনেক বীর। 

অনুষ্ঠানে বীরদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান উপস্থিত সুধীজন। উদযাপন কমিটির সদস্য সচিব সুরচন্দ্র বাবুর উপস্থাপনায় দিবস উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post