নয়াগ্রাম সমাজ কল্যান সমিতির কার্যকরী পরিষদের কমিটি গঠন



জিয়াউর রহমান: কানাইঘাট উপজেলার অন্যতম সামাজিক সংগঠন নয়াগ্রাম সমাজ কল্যান সমিতি।   ১৩ এপ্রিল শুক্রবার  সন্ধা  ৭ ঘটিকার সময়  সমিতি  পরিষদ সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত  সাধারণ সভায় বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত করে নতুন  কমিটি গঠন করা হয়েছে। এতে নাজমুল ইসলামের সভাপতিত্বে মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে  নাজমুল ইসলাম,  সহ-সভাপতি পদে ফরিদ উদ্দীন, সহ- সভাপতি পদে জালাল উদ্দীন, সাধারন-সম্পাদক পদে সাইদুর রহমান, সহ- সাধারন সম্পাদক পদে আবুজর আহমদ, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম, সহ- কোষাধ্যক্ষ পদে রোকসান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে  মিসবাহ্ উদ্দীন,  সহ- সাংগঠনিক সম্পাদক  পদে ইফজালুর রহমান,  ক্রীড়া সম্পাদক পদে আব্দুল হামিদ, সহ- ক্রীড়া সম্পাদক পদে শাহীন আহমদ, শিক্ষাও সাহিত্য  সম্পাদক পদে শামীম আহমদ,  সহ- শিক্ষাও সাহিত্য  সম্পাদক পদে ইসলামুল হক, প্রচার সম্পাদক পদে জিয়াউর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে জসিম উদ্দীন, অফিস সম্পাদক পদে জামিল আহমদ,  এতে  ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে  কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য পদে  মিজানুর রহমান, আব্দুল খালিক, আবুল হোসোইন, ফয়ছল আহমদ, কিবরিয়া হোসোন।

Post a Comment

Previous Post Next Post