খালেদা জিয়ার রায়ের কপি মিলবে সোমবার

খালেদা জিয়ার রায়ের কপি মিলবে সোমবার


অনলাইন ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর পরই কঠোর নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার ভবনে।

রায়ের সত্যায়িত কপি হাতে না পাওয়ায় জামিনের জন্য আবেদন করা সম্ভব হয়নি। পূর্ণাঙ্গ অনুলিপি পেতে বিচারক মো. আখতারুজ্জামানের কাছে পিটিশন দায়ের করেন আইনজীবীরা। আবেদনের শুনানি শেষে রবিবার বকশীবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান জানান, রায়ের সার্টিফায়েড কপি আগামীকাল সোমবার পাওয়া যাবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post