‘চা শ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার’

‘চা শ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার’


নিউজ ডেস্কঃ শুধু মালিকদের নয় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় চা শ্রমিকদের ঘরবাড়ি নির্মাণে চা বাগান মালিকদের ২ শতাংশ হারে গৃহায়ণ ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ চা প্রদর্শনী- ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা আশ্রয়ণ প্রকল্প করেছি। কেউ কুঁড়েঘরে থাকবে না। চা শ্রমিকরাও যাতে ঘরবাড়ি পায় সেজন্য গৃহায়ণ তহবিল থেকে ২% সার্ভিস চার্জের মাধ্যমে চা বাগানের মালিকদের ঋণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশ বিভাগের আগে সিলেটের মালনীছড়ায় চা বাগান ছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে চা উৎপাদনেও আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছি। চা শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্য, শিক্ষা, গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করি।

Post a Comment

Previous Post Next Post