বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্র করে রাজপথসহ সারাদেশে ঘটতে পারে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি।
তা সত্ত্বেও রাজধানীর প্রেসক্লাবের সামনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চলমান অনশন কর্মসূচি অব্যাহত থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সিএইচসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সিএইচসিপি'র আহ্বায়ক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. কামাল হোসাইন সরকার, সদস্য সচিব মো. নঈম উদ্দীন, আফাজ উদ্দিন লিটন, শামীম আহমদ, এ কে এম জাবের, মাসুকা এলা, আছিয়া আফরিন আকরাম চৌধুরী, জুয়েল আহমদসহ প্রমুখ।
বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন। বলেন, ‘এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করি। আমরা কেন হতাশায় থাকব? প্রধানমন্ত্রী বিষ পাঠিয়ে দিন, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করব।’
চাকরি রাজস্বকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১ ফেব্রুয়ারি থেকে তাঁরা আমরণ অনশন পালন করছেন। এর আগে গত ২৭ জানুয়ারি থেকে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন।
জাতীয় প্রেসক্লাবের ভেতরে যখন সংবাদ সম্মেলন হচ্ছিল তখনো প্রেসক্লাবের মূল ফটকের বাইরে আমরণ অনশন পালন করছেন সারা দেশ থেকে আসা সিএইচসিপিরা।