কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পতনঊষার উচ্চ বিদ্যালয় ৫০ বছরে পদার্পণ করলো। এ উপলক্ষে ‘গৌরবে ৫০ বছর’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। সেই চলমান নিয়মের ছিলো প্রথমে দিনে আনন্দ র্যালী।
(৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিনব্যাপী উদযাপনের লক্ষ্যে পতনঊষার ইউনিয়ন বিভিন্ন উৎসব মুখর ছিল। এ সময় বাইসাইকেল, মটর সাইকেল ও গাড়ি বিভিন্ন বাদক দলের বাদ্যের তালে তালে ও শ্লোগান আর মিছিলে ছিলো পুরো বাজার ও এলাকা।আনন্দ র্যালীতে উৎসব উদযাপন পরিষদের সভাপতি পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, প্রাক্তন ছাত্র বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড সিকন্দর আলী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক প্রভাষক মো: আহাদ আহাদ, পতনঊষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফয়েজ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমদ খান, তোয়াবুর রহমান তবারকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নতুন প্রাক্তন ব্যাচের ছাত্র-ছাত্রীবৃন্দ।