কুলাউড়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুলাউড়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: আল্ হারামাইন হাসপাতাল প্রা: লি: এর উদ্যোগে ও আব্দুল জব্বার যুব স্মৃতি পরিষদ সার্বিক তত্ত্বাবধানে  কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়।

(১৪ ফেব্রুয়ারী) বুধবার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।

কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক সুহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আল্ হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ওলিউর রহমান, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি, আব্দুল মানিক, সেলিম আহমদ, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post