স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল শেষে পৌরসভার সম্মুখে অবস্থান ধর্মঘট শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এতে পুলিশ বাঁধা দিলে বাকবিতন্ডায় জড়ায় তারা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া।
এসময় পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হয় ৫ পুলিশ সদস্য। এ ঘটনায় রাতেই কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪০-৫০ জনকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা (নং ১৮, ১৩.০২.’১৮) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, ছাত্রদল নেতা তানজিল হোসেন নামক এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
