কুলাউড়ায় বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা, ঝটিকা মিছিল





স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনের চেষ্টাকালে পুলিশী বাধায় পণ্ড হয়ে যায়। পরে উপস্থিত নেতাকর্মীরা পৌর শহরের উত্তরবাজারে ঝটিকা মিছিল দেন।


সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।




মিছিলে নেতৃত্ব দেন কুলাউড়া বিএনপির একাংশের সাধারণ সম্পাদক রেদোওয়ান খান, জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজমল আলী শামীমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল বলেন, সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মানববন্ধনের চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে। পরে উপস্থিত নেতাকর্মীরা শহরের উত্তর বাজারে ঝটিকা মিছিল দেয়।

Post a Comment

Previous Post Next Post