মোহাইমিনুল ইসলাম মাহিন: "কুলাউড়ায় এখন কি চলছে... " কথাটি শুনার পর অনেকেই ঘাবড়ে যেতে পারেন। ভাবতে পারেন হয়তো রাজনৈতিক বা সামাজিক কোন সমস্যা দেখা দিয়েছে। আসলে দুইটির কোনটিই নয়।
তাহলে আসল ঘটনা খুলে বলি। কিছু দিন থেকে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিউজ ফিডে পুরনো ছবির সমাহার দেখা যাচ্ছে। কুলাউড়ায় যারা ফেইসবুক ব্যবহার করেন তাদের প্রত্যেকের ৫-১০ বছর আগের আপলোড দেওয়া ছবি নতুন করে ভাইরাল হচ্ছে। এটি হচ্ছে পুরনো ছবিতে নতুন করে লাইক কমেন্ট করার কারণে। নিউজ ফিডে পুরনো ছবি দেখে সবাই একজন আরেকজন কে নিয়ে বেশ মজা করছেন। সর্বপ্রথম এই কাজটি কে শুরু করেছে তার সঠিক প্রমাণ না থাকলেও এখন সবাই যার যার পরিচিত ভাই, বন্ধু ও আত্মীয়স্বজনদের ছবিতে লাইক কমেন্ট করে নিউজ ফিডে ভাইরাল করে দিচ্ছেন।
অনেকে এই বিষয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নিউজ ফিডে পুরাতন ছবি নতুন করে আসায় সবাই খুব উপভোগ করছে। এতে করে সবাই তাদের অতীতের দিনগুলোর কথা নতুন করে মনে করছেন। অনেকে আবার মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। বলছেন, এভাবে কারো পুরনো ছবিতে লাইক কমেন্ট করে ভাইরাল করার কোন মানে হয় না। এতে অনেকে বিব্রতবোধ করছেন।
সর্বোপরি, এই বিষয়টি কুলাউড়ায় খুব সাড়া জাগিয়েছে। অনেকে নিজেদের পুরনো ছবি হাইড (অনলি মি) করে রেখেছেন।
ইতিমধ্যে বিষয়টি কুলাউড়ার গন্ডি পেরিয়ে সিলেটসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে।
