স্টাফ রিপোর্টারঃ শ্রীমঙ্গলে সরকারী অনুদানপ্রাপ্ত চলচিত্র ‘গহীন বালুচর’ দুই দিনব্যাপী প্রদর্শন করা হয়েছে।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে গহীন বালুচর শুক্রবার পর্যন্ত প্রদর্শন করা হয় মহসীন অডিটোরিয়ামে।
একটি চরের আধিপত্য বিস্তার নিয়ে ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’। ২০১৭ সালে ২৯ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেল চলচ্চিত্রটি। দর্শক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নির্মাতা সৌদ।
গ্রামীন পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে অভিষেক ঘটেছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরও দেখা যাবে দুই নতুন মুখ তানভীর ও মুনকে। তাদের ত্রিভুজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে থাকছেন সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে।
শেষদিন শুক্রবার রাতে শ্রীমঙ্গল মহসীনে অডিটোরিয়ামে ‘গহীন বালুচল’ প্রদর্শনীতে হলভর্তি দর্শকরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ মো.মনসুররুল হক চৌধুরী,টি হ্যাভেন রির্সোটের আবু সিদ্দিক মো.মুসা,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,রাজা দেবশীষ চৌধুরী,পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবুলাল বসু,লন্ডন প্রবাসী জুয়েল আহমদ ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক মো.সাইফুল ইসলাম প্রমুখ।
