কুলাউড়ার উপজেলার জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়মীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতলিব আর নেই।
৪ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১ টায় রংগীরকুলস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কিছু দিন যাবত নানাবিধ রোগে ভুগছিলেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিজয়াবাজার সংলগ্ন হযরত বিবি মাই (রহঃ) মাজারের পাশে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।