কুলাউড়ায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


কুলাউড়ায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


স্টাফ রিপোর্টার: কুলাউড়া এডুকেশন এন্ড এওয়ার্নেস ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক বৃত্তি প্রদান করা হয়।

(০৪ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৩ টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ট্রাস্টের চেয়ারপার্সন  সৈয়দা নাজনীন সুলতানার সভাপতিত্বে ও তরুণ সংগঠক ছায়েম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, দৈনিক প্রথম আলোর জুড়ি প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পূ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, ট্রাস্টের সদস্য সৈয়দ তোফিকুল ইসলাম, সোস্যাল কেয়ার অব নেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, সৈয়দা হাবিবা ইসলাম ইমা প্রমুখ। 


যেসকল ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়: নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির তানিয়া আক্তার শারমিন, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ঋতিক দেব, অধ্যক্ষ মৌলানা খলিলুল্লাহ মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ইমাদ আহমেদ চৌধুরী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ফারহানা আক্তার, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির সায়মন মিয়া, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম   শ্রেণির তানিয়া আক্তার, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির ইয়ামীম আতিক, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির খাদিজা আক্তার, টিলাগাও এ এন উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির ফরহাদ হোসেন, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের লিপু মিয়া, তেলিবিল উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির শারমিন বেগম, লংলা উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির অপি বেগম ও কর্মধা উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণির রবিন দেব ।

Post a Comment

Previous Post Next Post