কমলগঞ্জ প্রতিনিধি: লাউয়াছড়ায় বিরল প্রজাতির ব্যাম্বু ট্রিনকেট স্নেক ও গন্ধগকূল অবমুক্ত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টার এলাকায় বিরল প্রজাতির ব্যাম্বু ট্রিনকেট স্নেক ও একটি ছোট গন্ধগকূল অবমুক্ত করা হয়েছে।গত বৃহস্পতিবার এ দুটি প্রানী অবমুক্তকালে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের প্রফেসর ড. কামরুল হোসেন, ডা. মনিরুল এইচ খান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো, শ্রীমঙ্গল সহকারী বন সংরক্ষক (বণ্যপ্রানী) তবিবুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় প্রমূখ।গত ৩১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল উপজেলার ডাকছড়া চা-বাগানের ফাঁড়ি বাগান গিলাছড়া এলাকায় চা-শ্রমিকদের হাতে ব্যাম্বু ট্রিনকেট স্নেকটি ধরা পড়ে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেদিন রাতেই বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন সাপটিকে শ্রমিকদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, অবমুক্ত করা গন্ধগকূলটি বুধবার রাত ১২টার দিকে কমলগঞ্জের বালিগাঁও এলাকা থেকে উদ্ধার করে বন বিভাগ। পরে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছ
সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, অবমুক্ত করা গন্ধগকূলটি বুধবার রাত ১২টার দিকে কমলগঞ্জের বালিগাঁও এলাকা থেকে উদ্ধার করে বন বিভাগ। পরে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছ