নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ এর নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ১৭ আগস্ট উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জুড়ী কলেজ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজা। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডা: মোস্তাকিম হোসেন বাবুল ও মোহাম্মদ নজরুল ইসলাম সহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির নির্বাচনে সভাপতি পদে মাছুম রেজা ও দেওয়ান আইনুল হক। সহ-সভাপতি পদে হাজী মোঃ হেলাল উদ্দিন ও মো: আব্দুল কাইয়ুম। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান আসকর ও মোঃ মতিউর রহমান চুনু। যুগ্ম সম্পাদক পদে মোঃ মোশতাক খাঁন, মোঃ নজমুল ইসলাম ও মামুনুর রশীদ। সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন ও আব্দুল লতিফ মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ১৭ আগস্ট রবিবার বেলা ২:৩০ ঘটিকা হতে বিকাল ৫:৩০ ঘটিকা পর্যন্ত শহরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।