অস্থিরতার জন্য সিআইএ-ইসরাইল-সৌদিকে দায়ী করল ইরান

অস্থিরতার জন্য সিআইএ-ইসরাইল-সৌদিকে দায়ী করল ইরান

অনলাইন ডেস্কঃ ইরানে রাজনৈতিক অস্থিরতার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল ও সৌদি আরবকে দায়ী করেছে ইরান। দেশটির প্রধান প্রসিকিউটর এই অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, চার বছর আগে এর পরিকল্পনা হয়েছিল। প্রধান প্রসিকিউটর জাফর মুনতাজেরিকে উদ্বৃত করে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে। 

তিনি অভিযোগ করেন, ‘সিআইএ এই এই পরিকল্পনায় মূখ্য ভুমিকা পালন করেছে। তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেছে মোসাদ। আর এর জন্য সব ব্যয়ভার বহন করেছে সৌদি আরব।’ ইরানের এই অভিযোগের বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত ২৮ ডিসেম্বর থেকে সরকারবিরোধী বিক্ষোভে ইরানের অন্তত ২২ জন নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে অন্তত: সাড়ে চারশ’ ব্যক্তিকে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিরুদ্ধে শুরুতে বিক্ষোভ করলেও পরে তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। 

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিক্ষোভে প্রায় ৪২ হাজার মানুষ অংশ নিয়েছে। এটি বড় কোনো সংখ্যা নয়।

এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে ইরানে বিক্ষোভকারীদের বিষয়ে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই বিভাগের মুখপাত্র হেদার নরেট বলেন, আমরা হতাহতের সংখ্যা ও সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতারে উদ্বিগ্ন। 

এদিকে ইরানের সেনা প্রধান আবদলরহিম মুসাভি বিক্ষোভ দমনে পুলিশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post