উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

অনলাইন ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহল কবির রিজভী।

সোমবার বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে এই উপ-নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা।

রুহল কবির রিজভী অভিযোগ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরীক্ষায় নির্বাচন কমিশন (ইসি) পাস করতে পারেনি। বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেসব স্থানীয় সরকার নির্বাচন করেছে, তাতে তারা ক্ষমতাসীনদের আঙ্গাবাহী ভূমিকা পালন করেছে।

Post a Comment

Previous Post Next Post