১১ তম আইপিএল নিলামের সেরা ১০ দামি ক্রিকেটার

১১ তম আইপিএল নিলামের সেরা ১০ দামি ক্রিকেটার


অনলাইন ডেস্ক :    বেঙ্গালুরুতে সদ্য সমাপ্ত আইপিএল নিলামে চোখ কপালে তোলার মতো টাকা পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। শুধু বিদেশিরাই নন, বিপুল দর পেয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটারও। এক নজরে দেখে নেওয়া যাক এই নিলামের সেরা দশ দামি ক্রিকেটার কারা।
বেন স্টোকস:
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ১২ কোটি ৫০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। একাদশ আইপিএল এর আসরের নিলামে ব্রিটিশ অলরাউন্ডার স্টোকসই সবচেয়ে দামি ক্রিকেটার।
জয়দেব উনাদকট:
ব্রিটিশ তারকা খেলোযাড় বেন স্টোকসের মতোই চড়া দাম পেয়েছেন স্থানীয় ক্রিকেটার জয়দেব উনাদকট। ১১ কোটি ৫০ লাখ টাকায় এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
লোকেশ রাহুল:
ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।১১ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব
মণীশ পাণ্ডে:
দামের দিক দিয়ে একই অবস্থায় আছেন ভারতীয় অারেক ব্যাটসম্যান মণিশ পান্ডে। তাকে ১১ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
ক্রিস লিন:
দামের দিক দিয়ে চতুর্থ অবস্থায় রয়েছেন অজি ক্রিকেটার ক্রিস লিন। বেশি টাকা খরচ করার দৌড়ে পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। ৯ কোটি ৬০ লাখ টাকায় লিনকে দলে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কেকেআর।
মিচেল স্টার্ক:
লিনের মতো চড়া দামে আরেক অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ককেও দলে নিয়েছে কিং খানের কেকেআর। স্টার্কের জন্য ৯ কোটি ৪০ লাখ টাকা খরচ করেছে শাহরুখ খানের দল।
গ্লেন ম্যাক্সওয়েল:
স্টার্ক ও লিনের পরেই দামের দিক থেকে রয়েছে অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
রশিদ খান:
আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানও পিছিয়ে নেই বিশ্বের নামকরা ও তারকা ক্রিকেটারদের কাছ থেকে। ৯ কোটি টাকায় আফগান এ স্পিনারকে দলে নিয়েছে আবারো দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
ক্রনাল পান্ডিয়া:
ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভাই ক্রনাল পান্ডিয়াকে ৮ কোটি ৮০ লাখ টাকায় পূণরায় দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
সঞ্জু স্যামসন:
ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে ৮ কোটি টাকায় রাজস্থান রয়্যালস দলে নিয়েছে। তিনি দামের দিক দিয়ে এবারের আইপিএল আসরের দশম দামি ক্রিকেটার।

Post a Comment

Previous Post Next Post