সৌদিতে এক বছরেই দুর্নীতি বেড়েছে ৩০ শতাংশ


সৌদিতে এক বছরেই দুর্নীতি বেড়েছে ৩০ শতাংশ


অনলাইন ডেস্কঃ সৌদি আরবের জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন জানিয়েছে, আগের বছরের তুলনায় ২০১৭ সালে দুর্নীতির অভিযোগ বেড়েছে ৩০ শতাংশ।


এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, গত বছর তারা ১০ হাজার ৪০২ দুর্নীতির অভিযোগ পেয়েছে। অন্যদিকে ২০১৬ সালে এমন অভিযোগ এসেছিল ছয় হাজার ২৪২টি।

এসব অভিযোগের মধ্যে ৩৭ শতাংশই প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সরকারি অর্থ লোপাট ও অপব্যবহারসংক্রান্ত এবং ২১ শতাংশ হল ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত।

কমিশনের তথ্যানুযায়ী, প্রাপ্ত অভিযোগের মধ্যে ৩৪ শতাংশ ওয়েবসাইটের মাধ্যমে এবং ২১ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া গেছে। এ ছাড়া ২১ শতাংশ ব্যক্তিবিশেষ সরাসরি দাখিল করেছেন এবং মাত্র দুটি অভিযোগ টেলিফোনে পাওয়া গেছে।

দুর্নীতিবিরোধী কমিশনের প্রধান জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের দুর্নীতি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত দুর্নীতিবিরোধী কমিটি শাস্তি দেবে।

Post a Comment

Previous Post Next Post