'খালেদা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত'

'খালেদা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত'
 
অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। শুক্রবার বেলা ১১ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।

বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে নিয়ে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সরকার তন্ন তন্ন করে সারা বিশ্বে খোঁজ করেও আজ পর্যন্ত কোনো সম্পদের অস্তিত্ব পায়নি। বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি এবং সম্পদের কল্প কাহিনী তৈরি করে জোর করে গণমাধ্যমকে দিয়ে তা প্রচারের অপচেষ্টা শুধু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা, রাজনৈতিক সংকীর্ণতা, অন্তসারশূণ্যতা ও দেউলিয়াপনাই প্রমাণ করে।

তিনি বলেন, এসব বক্তব্য শুধু রাজনীতিকে কলুষিত করছে না ভবিষ্যত প্রজন্মের কাছ রাজনীতিবিদের সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করবে। এসব বানোয়াট তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ করছি। অবিলম্বে এ মানহানিকর মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে বেগম খালেদা জিয়া এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। বেআইনি মিথ্যা তথ্য প্রচার বন্ধ করুন এবং এই মানহানিকর মিথ্যা তথ্য প্রচারের জন্যে ক্ষমা প্রর্থনা করুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব।

Post a Comment

Previous Post Next Post