মেজর জিয়া চার নম্বর মীর জাফর

মেজর জিয়া চার নম্বর মীর জাফর


অনলাইন ডেস্কঃ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী-রাজাকার এবং সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বিএনপিতে রোপন করে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে চার নম্বর মীর জাফর হিসেবে নিজের নাম লিখিয়েছেন।

০৮ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুর পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবির প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সেনাবাহিনী থাকা না থাকা এটা কমিশনের ব্যাপার।

তিনি বলেন, ৯১-৯৬-২০০১ সালে নির্বাচনে সেনাবাহিনী থাকার পরও বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনের ফলই মানেননি যখন উনি পরাজিত হয়েছেন। সুতরাং নির্বাচনে সেনাবাহিনী চাওয়া মানে একটা কুট তর্ক তৈরি করা। এটা নির্বাচনকে বানচাল করার একটা পায়তারা ছাড়া আর কিছুই না।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল উদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী ও মিরপুর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সুত্রঃ
জাগোনিউজ২৪.কম

Post a Comment

Previous Post Next Post