পেরুর সাবেক রাষ্ট্রপতির কারাদণ্ড ক্ষমা করায় বিক্ষোভ

পেরুর সাবেক রাষ্ট্রপতির কারাদণ্ড ক্ষমা করায় বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরির স্বাস্থ্যগত দিক বিবেচনায় তার কারাদণ্ড ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কুচজিনস্কি। এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছেন সমর্থকরা।

৭৯ বছর বয়সী ফুজিমোরির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। অনেকের ধারণা পেদ্রো অভিশংসন এড়াতে নিজ দলের সঙ্গে বোঝাপড়া করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে পেদ্রো এই অভিযোগ অস্বীকার করেছেন। ফুজিমোরিকে ক্ষমা করার খবর প্রকাশিত হওয়ার পরে দেশটির রাজধানী লিমায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

পেদ্রোর সিদ্ধান্তের প্রতিবাদে তার দলের দুই পেরুভিয়ান কংগ্রেস সদস্য ভিসেন্তে জেবাল্লোস ও আলবের্তো দে বেলন্দে পদত্যাগ করেছেন। তবে ১৯৯০ থেকে ২০০০ পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট থাকা ফুজিমোরির সমর্থকরা তার মুক্তিতে হাসপাতালের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেছে। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ায় অনেকে তাকে পছন্দ করে তবে তার সমালোচকরা তাকে দুর্নীতিবাজ স্বৈরশাসক বলে অভিহিত করে। বিবিসি।

Post a Comment

Previous Post Next Post