মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে মেধা অন্বেষণ ও বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহীন ইকবাল এর পরিচালনায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইম্পিরিয়েল কলেজর অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, বিদ্যালয়ের প্রিন্সিপাল ইঞ্জিণিয়ার জহিরুল ইসলাম জাকির ও ভাই-প্রিন্সিপাল মোঃ মুফিদুল ইসলাম সিপার প্রমুখ।
অতিথিরা ট্যালেন্ট হান্ট, কুইজ, আবৃত্তি, ক্বিরাত, চিত্রাষ্কন ও আইসিটি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেন।