মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিশেষ প্রতিনিধিঃ ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে  আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৭ পালন করেছে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। পরে একটি শোভাযাত্রা আদালত সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনায় মিলিত হয়।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

এসময় বক্তব্য দেন-সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এস আব্দুল কাদির মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান,পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পচিালক মোঃ শাহজাহান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী,এড. শাহ আখলাকুল আম্বিয়াসহ অনেকই। পরে এক মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এছাড়াও আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকাল ১১টায় চৌমুহনায় মানববন্ধন করেছে দূর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা।

সংগঠনের জেলা সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও চিনু রঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুস সামাদ চৌধুরী, মশাহিদ আহমদ, আব্দুল জব্বার, মেরাজ চৌধুরী, মাহমুদ এইচ খান, পপী বেগম ও সিরাজাম মুনীরাসহ অন্যান্যরা।

Post a Comment

Previous Post Next Post