কোহলি-আনুশকার বিয়েতে নিমন্ত্রণ পেলেন যারা

কোহলি-আনুশকার বিয়েতে নিমন্ত্রণ পেলেন যারা
অনলাইন ডেস্কঃ প্রকাশ্যে মুখ না খুললেও আগামী ১২ ডিসেম্বর ইতালির রাজধানী মিলানে বিরাট কোহলি ও আনুশকা শর্মা বিয়ে করতে চলেছেন সেটা অনকেটা নিশ্চিত। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষ মুখ খোলেননি। তারপরও ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ১২ তারিখই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র নাকি পাঠানো হয়েছে কোহলি ও আনুশকার কাছের মানুষদের কাছে।

ভারতের Times Now টিভি চ্যানেলের খবর, বিয়েতে ক্রিকেটারদের মধ্যে কেবল শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা চলায় অন্য সতীর্থদের তিনি পাচ্ছেন না।

অন্যদিকে, আনুশকা ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ কয়েকজনকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে রয়েছেন বলিউডে তার বিপরীতে প্রথম নায়ক শাহরুখ খান, বলিউডে পদার্পণের সুযোগ করে দেওয়া জশ রাজ ফিল্মের প্রধান আদিত্য চোপড়া, আনুশকা অভিনীত 'ব্যান্ড বাজা বারাত' সিনেমার পরিচালক মনীষ শর্মা ও পিকে ছবির সহ অভিনেতা আমির খান।

Post a Comment

Previous Post Next Post