রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে নজর দিতে হবে'

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে নজর দিতে হবে'
অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের দিকে সবাইকে নজর দিতে হবে এবং তাদেরকে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে হবে। সোমবার সকালে কম্বোডিয়ার নমপেনে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সহ দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের ১ টি চুক্তি ও ৯ টি সমঝোতা স্মারক সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্তে এবং দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। চুক্তি সাক্ষরের পর শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও কম্বোডিয়া একসঙ্গে কাজ করে যাবে। দুটি ভ্রাতৃত্বপূর্ণ দেশের মধ্যে এসব চুক্তি দেশ দু’টির সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, তিন দিনের সফরে রবিবার কম্বোডিয়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post