কিউইদের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয় ওয়েস্ট ইন্ডিজের

কিউইদের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয় ওয়েস্ট ইন্ডিজের
স্পোর্টস ডেস্কঃ ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হলো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। যার ফলে এক ইনিংস ও ৬৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

তৃতীয় দিন ২১৪ রানে দুই উইকেট হারিয়ে দিন শেষ করলে ভালো কিছুর সম্ভাবনা জাগিয়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১৭২ রানে পিছিয়ে থাকা ক্যারিবীয়ানরা চতুর্থ দিন বাকি আট উইকেটে মাত্র ১০৫ রান যোগ করতে পারে। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।  

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ম্যাট হেনরি। দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিল। জবাবে কিউইরা ৫২০ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে সাত উইকেট সহ মোট নয় উইকেট পাওয়া ওয়াগনার ম্যাচ সেরা হন।



Post a Comment

Previous Post Next Post