গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরি করেতে গিয়ে জনতার হাতে আটক

গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরি করেতে গিয়ে জনতার হাতে আটক
গোলাপগঞ্জ প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ছিনতাইকালে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (৮ডিসেম্বর) ৯ টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। আটককৃত ছিনতাইকারী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের চান্দিকাপন গ্রামের মৃত আরিফ মিয়ার পুত্র মারুফ হোসেন সুজন (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে স্থানীয় এলাকার ডাঃ নুরুল ইসলামে মোটরসাইকেল ছিনতাই করার চেষ্টাকালে জনতা হাতেনাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।

 এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মারুফ হোসেন সুজনের বিরুদ্ধে পাশ্ববর্তী বেশ কয়েকটি থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post