স্টাফ রিপোর্টার: কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে এবং জাকির হোসেনের পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
৮ ডিসেম্বর শুক্রবার কুলাউড়ার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ব্যাচের সভাপতি রুকন আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজিজুল বারী কাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামিম, আব্দুল জলিল, সহিদুল ইসলাম তুহিন, আবদুল মুহিত (প্রবাসি), মোঃ মঞ্জু (প্রবাসি), জাহাঙ্গীর আলম সুমন, সাহেদ আহমদ, মাসুম আহমদ, মোঃ রুহেল সহ এস,এস,সি ১৯৯৫ ইং ব্যাচের অন্যান্য সদস্যবৃন্দ।