বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে করিম উদ্দিন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়লেখা-শাহবাজপুর সড়কের গ্রামতলা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত করিম উদ্দিন বড়লেখা উপজেলার গ্রামতলার শওকত আলীর ছেলে। 

আহতেরা হলেন-বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সামাদ আহমদ (১৮) ও সামাদ হোসেন (২৫)। 

এ ব্যাপারে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বড়লেখা শাহবাজপুর সড়কের গ্রামতলা কালিবাড়ির সামনে দু'দিক থেকে দ্রুতগামী দুইটি মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এসময় আরও দু'জন গুরুতর আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post