বিয়ানীবাজারে ৩য় হিলফুল ফুযূল মেধাবৃিত্ত পরীক্ষা অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ৩য় হিলফুল ফুযূল মেধাবৃিত্ত পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্কঃ বিয়ানীবাজারের কাকুরা দিঘীরপারস্থ হিলফুল ফুযূল যুবসমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৩য় হিলফুল ফুযূল মেধাবৃিত্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) স্থানীয় কাকুরা দিঘীরপার বাজার সংলগ্ন রহমতাবাদ মাদ্রাসায় ৩য় বারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারখাই ইউনিয়নের ১০টি স্কুল এবং ৩টি মাদ্রাসার মোট ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার সময় হল পরিদর্শন করেন- স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার ও ক্লাব সভাপতি মাহফুজ আহমদ, ক্লাব সেক্রেটারি সিদ্দিক আহমদ, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা উদ্দীন, সেক্রেটারি জিতেন্দ্র মোহন ধর টিপন, রুহুল আমিন রুবেল, ক্লাবের সিনিয়র সদস্য জুবের আহমদ, লায়েস উদ্দিন, মাহফুজ আহমদ, সায়েম আহমদ, শাহেদ, মাজেদ, নুমান, শুভ, নাসের,, সামাদ, তানভীর, আবিদ,মাহিন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post