অনলাইন ডেস্কঃ চলতি বিপিএলে আবারও শাস্তির মুখে পড়ল নবাগত দল সিলেট সিক্সার্স। এর আগে টসে দেরি করে আসায় সতর্ক করা হয়েছিল অধিনায়ক নাসির হোসেনকে।
এবার স্লো ওভার রেটের কারণে সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও দলের অন্যান্য খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। নাসিরকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের অন্যান্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিপিএলের ৬ষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট সিক্সার্স। ৩৩ রানের ব্যবধানে ম্যাচও জিতে নিয়েছিল তারা। তবে ম্যাচ শেষে দুঃসংবাদই শুনতে হলো নাসির হোসেনের দলকে। ২ ওভার বেশি সময় নিয়ে ইনিংস শেষ করায় জরিমানার কবলে পড়তে হয়েছে তাদের।
অধিনায়ক নাসিরকে ৪০ শতাংশ এবং দলের অন্যান্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অনফিল্ড দুই আম্পায়ার আনিসুর রহমান, রিয়াজ উদ্দিন, থার্ড আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার মনিরুজ্জামান টিংকুর সহায়তায় এই জরিমানা ধার্য করেন ম্যাচ রেফারি রাহুল নিয়ামুর রশিদ।
ম্যাচ রেফারির সামনে সিলেট অধিনায়ক নাসির হোসেন দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আজ নিজেদের চতুর্থ ম্যাচে মাহমুদ উল্লাহর খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েছে টানা তিন ম্যাচ জেতা সিলেট।
