নাসির ও শান্তকে সতর্ক করল বিসিবি

নাসির ও শান্তকে সতর্ক করল বিসিবি


স্পোর্টস ডেস্কঃ বিপিএলে সিলেট সুরমা সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুইজনের নামের পাশেই যুক্ত হয়েছে ১টি করে ডিমেরিট পয়েন্ট।

মূলত উদ্বোধনী দিনে ম্যাচের শুরুতে টস অনুষ্ঠিত হতে ৬ মিনিট দেরি হয়। দলের খেলোয়াড় তালিকা দিতে দেরি করে দলটি। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি টস। ম্যাচের পর সিলেট দলের অধিনায়ক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার আক্তারুজ্জামান। 
বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.১.১ নীতিমালা ভঙ্গ করায় নাসির ও শান্তকে সতর্ক করে বিসিবি। লেভেল-১ অনুযায়ী এ অপরাধের সর্বনিম্ন শাস্তি পেয়েছেন এ দুইজন। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া এবং ১ অথবা ২ ডিমেরিট পয়েন্ট যোগ করা। নিয়ম অনুযায়ী ৪টি ডিমেরিট পয়েন্ট হলে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

তবে সর্বোচ্চ শাস্তিও পেতে পারতেন নাসির ও শান্ত।

খেলার পরে দুইজনই ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। ফলে তাদের সর্বনিম্ন শাস্তি দেয় বিসিবি।  
উল্লেখ্য ওই ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেয় স্বাগতিক সিলেট।  

Post a Comment

Previous Post Next Post