জয়ে ফিরল সাকিবের ঢাকা ডায়নামাইটস

জয়ে ফিরল সাকিবের ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্কঃ খুলনাকে ৬৫ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ডায়নামাইটস। যদিও সিলেট সিক্সার্সের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে শুরুতেই হারতে হয়েছিল সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস।

তবে আসরের দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বরূপে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকার দেওয়া ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে গেল খুলনা।
খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে ডায়নামাইটসরা ৭ উইকেট হারিয়ে তোলে ২০২ রান। জবাবে ১৮.১ ওভারে ১৩৭ রান তুলেই গুটিয়ে যায় খুলনা।

এদিকে কুমার সাঙ্গাকারা এবং এভিন লুইস ব্যাটিংয়ে ঢাকার হয়ে ওপেনিংয়ে নামেন। সাঙ্গাকারা ১২ বলে ২০ রান করে বিদায় নিলেও ব্যাটে ঝড় তোলেন লুইস। ক্যারিবীয়ান তারকা ৪০ বলে সাতটি চার আর তিনটি ছক্কায় করেন ৬৬ রান। তিন নম্বরে নামা ডেলপোর্ট খেলেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

খুলনার বোলারদের ওপর দিয়ে স্টিম রোলার চালানো ডেলপোর্ট ৩১ বলে চারটি চার আর পাঁচটি ছক্কা হাঁকান।

কাইরন পোলার্ড (৫) উইকেটে থিতু হওয়ার আগে বিদায় নেন। সাকিব ব্যক্তিগত ১ রান করেই সাজঘরে ফেরেন। সুনীল নারাইন ১১ বলে দুই ছক্কায় করেন ১৬ রান। মোসাদ্দেক ১০ রান করে অপরাজিত থাকেন। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে খুলনার ব্যাটসম্যানরা। ঢাকার বোলারদের সামনে অসহায় খুলনার টপঅর্ডারের ৬ উইকেট সাজঘরে ফেরে দলীয় ৭০ রানের মাথায়। ঢাকার আবু হায়দার রনি ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন সাকিব, সুনিল নারাইন এবং খালেদ আহমেদ।

Post a Comment

Previous Post Next Post