অনলাইন ডেস্কঃ
পাকিস্তানের রাজধানী করাচিতে অবৈধ অস্ত্র রাখার দায়ে সিটি কোর্ট অভিনব
শাস্তি দিল অপরাধীকে। শাস্তি হিসেবে তিন বছর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ
পড়ার নির্দেশ দেয়া হয়েছে। যদি অপরাধী এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় তাহলে তাকে
সাত বছরের জেল খাটতে হবে।
পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায় এ তথ্য। বলা হয়, করাচি শহরের অধিবাসী ইউসুফের কাছে অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে তিন বছর নামাজ পড়ার অভিনব এ শাস্তি দেওয়া হয়।
অভিনব এ নির্দেশ দেওয়ার সময় বলেন, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় তাহলে তাকে সাত বছরের জেল ও ৫০ হাজার রুপি জরিমানা করা হবে অপরাধীকে।
উল্লেখ্য, পুলিশ ইউসুফকে অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করেছিল। ইউসুফের এ মামলা দু বছর যাবত শুনানিতে ছিল।
পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায় এ তথ্য। বলা হয়, করাচি শহরের অধিবাসী ইউসুফের কাছে অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে তিন বছর নামাজ পড়ার অভিনব এ শাস্তি দেওয়া হয়।
অভিনব এ নির্দেশ দেওয়ার সময় বলেন, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় তাহলে তাকে সাত বছরের জেল ও ৫০ হাজার রুপি জরিমানা করা হবে অপরাধীকে।
উল্লেখ্য, পুলিশ ইউসুফকে অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করেছিল। ইউসুফের এ মামলা দু বছর যাবত শুনানিতে ছিল।
