বাহুবলীর সেট সকলের জন্য উন্মুক্ত

বাহুবলীর সেট সকলের জন্য উন্মুক্ত

বিনোদন ডেস্ক: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’। ছবিতে বাহুবলীকে কাটাপ্পা কেন মেরেছিলো, সেটি জানতে ছবির দ্বিতীয় সিকুয়্যাল দেখার জন্য মুখিয়ে ছিলো দর্শকরা। অবশেষে চলতি বছর তাদের সেই কৌতুহলের অবসান ঘটে।

তবে এবার বাহুবলীর আরো কাছাকাছি যেতে পারছে দর্শকরা। পর্যটকদের জন্য ‘রামোজি ফিল্ম সিটি’তে অবস্থিত বাহুবলীর সেটটি উন্মুক্ত করা হয়েছে। জানিয়ে দেয়া হয়েছে সেটে এন্ট্রির সময় এবং টিকেটের মূল্য। এছাড়া বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে রামোজি ফিল্ম সিটির অফিসিয়াল ওয়েবসাইটে।

জানা যায়, জেনারেল ট্যুরের ক্ষেত্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পর্যটকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। তাদের টিকিটের মূল্য ১২৫০ রুপি। অন্যদিকে প্রিমিয়াম ট্যুরের এন্ট্রি চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। টিকিটের মূল্য পড়বে ২৩৪৯ ‍রুপি। সুযোগ রাখা হয়েছে অনলাইন বুকিংয়েরও। শিক্ষার্থীরা এবং কর্পোরেট অফিস কর্তৃপক্ষ বিশেষ প্যাকেজে সেট দেখতে পারবেন।

উল্লেখ্য, মোট দুই হাজার একর জায়গা নিয়ে ভারতের তেলেঙ্গানা রাজ্যে গড়ে তোলা এই ফিল্ম সিটিতে বাহুবলীর সেটের জন্য রাখা হয়েছে ১০০ একর জমি। প্রতিদিন চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী এবং অসংখ্য সাধারণ মানুষের ভিড়ে মুখরিত হচ্ছে বাহুবলী সেট প্রাঙ্গণ।

Post a Comment

Previous Post Next Post