সৌদি আরবের আরও এক যুবরাজের মৃত্যু

সৌদি আরবের আরও এক যুবরাজের মৃত্যু

অনলাইন ডেস্কঃ কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের আরও এক যুবরাজের মৃত্যু হয়েছে। মৃত সেই যুবরাজ হলেন আব্দুল আজিজ বিন ফাহাদের (৪৪)।

আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান। তবে সৌফান তার সেই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই লেখেননি।

এর আগে, সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। রবিবার দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post