কুলাউড়ায় দৈনিক প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বিশেষ প্রতিনিধিঃ প্রথম আলো বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে বলেই দ্রুত পাঠকের পছন্দের শীর্ষে আছে। প্রথম আলো মানুষকে সাহস জুগায়, স্বপ্ন দেখায়। বাংলাদেশ এগিয়ে চলছে-এটা প্রথম আলোই বলে দেয়।  ৪ নভেম্বর দৈনিক প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৬ নভেম্বর কুলাউড়াস্থ শহীদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩টায় কুলাউড়া বন্ধু সভার সার্বিক তত্বাবধানে দৈনিক প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে কুলাউড়া বন্ধু সভার বন্ধু ফাতেমা বেগম, মল্লিকা দেব রায়, দিপালী গোস্বামী ও নাদিয়া আক্তারের নেতৃত্বে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। তারা হলো অনামিকা দাস ঋতু, নুসরাত জাহান তানিয়া, ইসরাত জাহান হৃদি, মাহফুজা আক্তার চৌধুরী, তামান্না আক্তার, তাসনিম জাহান জুথি, নাফিজা আক্তার চৌধুরী ও হিলারী দাস চন্দ্রা। 

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রথম আলোর পক্ষে দৈনিক প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু। কুলাউড়া বন্ধুসভার পক্ষে সাধারণ সম্পাদক একেএম জাবের স্বাগত বক্তব্য রাখেন। কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, দৈনিক দিনকাল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, দৈনিক অর্থকালের সহকারী সম্পাদক এম আতিকুর রহমান আখই, জুড়ী উপজেলা হাওর রক্ষা কমিটির সভাপতি ইমরুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠান চলাকালীণ বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, দৈনিক প্রতিদিনের সংবাদের কুলাউড়া প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ দাস, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার এস. আলম সুমন, এমএ গণি আদর্শ কলেজের প্রভাষক সাবিনা ইয়াছমিন, শুদ্ধ জাতীয় সংগীতের স্বপ্নদ্রষ্টা সুদর্শন রবিদাস, তায়েফস্থ কুলাউড়া কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমান, দৈনিক সিলেটের মানচিত্র মৌলভীবাজার প্রতিনিধি শরীফুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল বারী সোহেল, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, স্বাধীনতার সভাপতি আব্দুল কাইয়ূম মিন্টু, সিএইচসিপি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম উসমানী, ইউনাইটেড রয়্যালস ক্লাবের সভাপতি জাহেদ আহমদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচডি রুবেল, ইত্যাদি ডট কমের বার্তা সম্পাদক এস এম সৈকত, সোস্যাল কেয়ার অব নেশনের সাবেক সভাপতি খায়রুল কবির জাফর, মুক্ত স্কাউট গ্র“পের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রির্পোটার ইউছুফ আহমদ ইমন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই কবিতা আবৃত্তি করেন কবি ভানু পুরকায়স্থ। সংগীত পরিবেশন করেন শুভশ্রী দেব শ্রেয়া, উপমা দেব হিয়া, আনিকা তাবাসসুম মাহি। এছাড়াও নৃত্য পরিবেশন করেন জান্নাত আফরিন নুরা, আনিসা আলম চৌধুরী তায়্যিবা, তাসনিয়া রশীদ প্রীতি। পুরো অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন দূর্লভ ভট্টাচায্য দিপ্র। দুই ঘন্টা ব্যাপী এই আয়োজনে কুলাউড়া বন্ধুসভার যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন কুলাউড়া বন্ধুসভার সহ সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সাবেক সাধারণ সম্পাদক শেখ ইফতি, সহ সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপ সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, নারী বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা সীমা, পাঠচক্র সম্পাদক বিপুল চন্দ্র দাস, যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সোহেল আহমদ, মানব সম্পদ বিষয়ক সম্পাদক কুসুম কলি, দপ্তর সম্পাদক মনিকা চক্রবর্তী, সাহিত্য সম্পাদক হুমায়ূন কবীর সাহান, পাঠাগার সম্পাদক আতিয়া ফাইরোজ চৌধুরী, প্রশিক্ষন সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল, সমাজ কল্যাণ সম্পাদক জহুরুল আমিন জাহান, পরিবেশ সম্পাদক শাহিনা আক্তার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোঃ ফজলে রাব্বি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আশীষ আচার্য্য অপু সহ সমছুর রহমান, আব্দুল বাছিত জাহাঙ্গীর, সোহেল আহমদ, অপু, এনামুল ইসলাম এনাম, মোঃ আব্দুল আজিজ, শামসুল আলম সজীব, শিপন আহমদ, মিজানুর ইমন, সাইফুল অনিক প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post