হাঁওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন

হাঁওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন


বিশেষ প্রতিনিধিঃ হাওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর পক্ষে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব চৌধূরী গোলাম রাব্বির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ৭ দফা দাবি সম্বলিত আবেদনপত্র প্রদান করা হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার দূপুর ১২.০০ ঘটিকার সময় পরিষদের কেন্দ্রীয় ও কুলাউড়া উপজেলা কমিটির সমন্বয়ে এক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আবেদন পত্র হস্তান্তর করেন।

হাওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় সম্পাদক হতে প্রাপ্ত তথ্য ও প্রদত্ত আবেদনের সূত্র মতে হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন আহমদ এর নেতৃত্বে ১০ সদস্যের এক প্রতিনিধি দল ৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব চৌধূরী গোলাম রাব্বির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী ও জননেত্রী শেখ হাসিনা বরাবরে উক্ত আবেদন প্রেরণ করেন। এ সময় প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক আপ্তাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর মিয়া, উপদেষ্ঠা পরিষদ সদস্য আব্দুস শহিদ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হাকিম, সহ প্রচার সম্পাদক কয়েছ আহমদ বটলাই, জয়চন্ডী ইউনিয়ন সভাপতি শাইস্তা মিয়া, ভুকশিমইল ইউনিয়ন শাখার সভাপতি মানিক মিয়া মুছা, ছাতাপীর স্মৃতিপরিষদের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর ছরকুম প্রমুখ।

আবেদনে বর্ণিত দাবী সমূহের মধ্যে অন্যতম ফেঞ্চুগঞ্জের বুড়িকিয়ারীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে হাকালকি হাওর এলাকায় অকাল বন্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে অনতি বিলম্বে বাঁধটি অপসারনের দাবী করা হয়। তাছাড়াও এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি ও কাউয়া দিঘিকে হাওর উন্নয়ন মহা পরিকল্পনার অন্তর্ভূক্ত কর, ফসল মৌসুমে হাকালুকিতে পানি প্রবেশ বন্ধের ব্যবস্থা করণ, জুড়ী উপজেলার কন্টিনালার সুইস গেইট নির্মাণ, জুড়ী ধলাই, সোনাই, বোরোদল, মনু ও ফানাই নদী খনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ, চাতলা জল্লা হাওরখাল ফুটও আওয়াবিলকে ফ্রিকরে মাছের অভয়াশ্রম তৈরী ও পরিবেশের জীববৈচিত্র রক্ষার ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। 

Post a Comment

Previous Post Next Post