রোহিঙ্গা পুশব্যাক চেষ্টাকালে বিএসএফ সদস্য আটক

রোহিঙ্গা পুশব্যাক চেষ্টাকালে বিএসএফ সদস্য আটক

অনলাইন ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে রোহিঙ্গা পুশব্যাকের চেষ্টাকালে লিটন দাস নামের এক ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাজীপুর সিমান্তের ১৪৬ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আটককৃত লিটন দাস ৩৯ বিএসএফ’র গান্ধিনা ক্যাম্পের এসআই হিসেবে কর্মরত রয়েছে। স্থানীয়রা আটক বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেছে। কাজিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মনোহর হোসেন বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কাজিপুর সিমান্তের ১৪৬নং পিলারের পাশে পুশব্যাকের জন্য কয়েক'শ রোহিঙ্গা জড়ো করে বিএসএফ। কাঁটাতারের বেড়া খুলে পুশব্যাকের চেষ্টা করলে স্থানীয়দের ধাওয়ায় বিএসএফসহ রোহিঙ্গারা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে এক বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে তাকে কাজিপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

এদিকে এ ঘটনার পর থেকে সিমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে সীমান্তের ওপারে অতিরিক্ত সৈন্য মোতায়েন ও ভারি অস্ত্র নিয়ে বিএসএফ অবস্থান নিয়েছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাংলাদেশের কাজীপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post