অনলাইন ডেস্কঃ বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৮ মন জাটকাসহ চারজনকে আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা। এ সময় ২টি ট্রলার জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোরে কীর্তনখোলা নদীর চরহোগলা পয়েন্টে এ অভিযান চালানো হয়।
কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে।
দক্ষিণজোন কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. সাইদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।