বিপিএলের টিকিট সংগ্রহে গিয়ে মাথা ফেটে হাসপাতালে



অনলাইন ডেস্কঃ সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের টিকেট কিনতে গিয়ে এক যুবকের মাথা ফেটেছে। আহত এই যুবকের নাম সুমন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের টিকেট বুথের লাইনে দাঁড়ানো অবস্থায় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়- সিলেট জেলা স্টেডিয়ামে চারটি বুথের মাধ্যমে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় টিকেট বিক্রি। সাড়ে ১২টার দিকে টিকেট শেষ হয়ে গেলে লাইনে থাকা টিকেট প্রত্যাশীরা গোলমাল শুরু করেন। এসময় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। এসময় টিকেট প্রত্যাশীরা দৌড়ে সড়ে যেতে চাইলে ধাক্কাধাক্কিতে মাটিতে পরে যান সুমন। পরে গিয়ে তার মাথা ফেটে যায়। এসময় পুলিশের লাঠিচার্জে সরতে গিয়ে অনেকেই সুমনের উপর দিয়ে চলে যান।

পরে তার সাথে থাকা লোকজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

Post a Comment

Previous Post Next Post